এইচটিএমএল পর্ব ৪ এ বলেছি যে মুঠোফোনে কোড লেখার জন্য আমরা ACODE অ্যাপ ব্যাবহার করবো। আজকের এই পোস্টে শেখানো হবে কিভাবে এই অ্যাপ ব্যাবহার করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক।



এই অ্যাপ ব্যাবহারের জন্য নিচের স্ক্রিনশর্টসমূহ লক্ষ্য করতে হবে। প্রথমে স্ক্রিনশর্টগুলো ভালোভাবে লক্ষ্য করবেন এবং তারপর নিচের ব্যাখ্যা পড়বেন, তাহলেই আশা করি বুঝতে পারবেন।

আর একান্ত সমস্যার সম্মুখীন হলে পোস্টের নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যা জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে জানাতে পারেন।

চিত্রঃ১

১. উপরের চিত্রে ১ নম্বরে রয়েছে মেনুবার, কোড লেখার জন্য এটির ব্যাবহার নেই বললেই চলে তবে যদি কেউ এর ব্যাবহার (কাজ) জানতে চান তবে নিজে নিজে শিখে নিতে পারেন।

২. এখানে আপনি কোড লিখবেন।

৩. এখানে আপনি যে কাজগুলো করতে পারবেন তা হলো ৩.১ পুনঃনামকরণ (রিনেইম) ও‌ ৩.২সিনট্যাক্স হাইলাইট এখানে যে ভাষায় কোড লিখেছেন তার নাম লিখবেন।। ( চিত্রঃ২ লক্ষ্য করুন )

✓ কোড লেখার জন্য ও রান করার জন্য অবশ্যই নামের শেষে .html লিখতে হবে যেমনঃ sohoj.html

৪. ২ এর ভিতর কোড লিখেছেন তা কি প্রদর্শন করে ( আউটপুট ) দেখতে পারবেন। চিত্রঃ৩ এ আমাদের লেখা কোডের আউটপুট দেখানো হলো।

৫. এই তিনটি ডট বাটন খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ৫.১ নতুন ফাইল তৈরি করার জন্য, ৫.২ কোডকে সংরক্ষণ করার জন্য, ৫.৩ সংরক্ষণ করা ফাইল কে নতুন নামে সংরক্ষণ করতে, ৫.৪ সকল ফাইল দেখতে, ৫.৫ ফাইল খুজতে ব্যাবহৃত হয়।
( চিত্রঃ৪ দ্রষ্টব্য )

এইতো কাজ শেষ।
চিত্রঃ ২
চিত্রঃ৩

চিত্রঃ৪