এইচটিএমএল এর পূর্ণরূপ হলো - Hyper Text Markup Language. যা ওয়েবপেজ তৈরীর জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা।এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা। ওয়েব ডেভেলপার হতে গেলে এ ভাষাটি সবার আগে ভালোভাবে আয়ত্ত করতে হয়। ১৯৯০ সালের দিকে টিম বার্নার্স লি এ ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন।

এইচটিএমএল ব্যবহার করে সহজেই ওয়েবপেজ ডিজাইন করা যায়। এইচটিএমএল ফাইলে লেখা (টেক্সট) এবং অডিও-ভিডিও গ্রাফিক্স অ্যানিমেশন ইত্যাদি লিংক করার কাজ করা যায়। এইচটিএমএল কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি যা ওয়েব পেজে বিভিন্ন উপাদান কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে।

প্রথমে এইচটিএমএল তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য/উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান-প্রদানের ব্যবস্থা করা। ১৯৯০ সালের দিকে NCSA কর্তৃক ডেভলপকৃত মোজাইক ব্রাউজের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭ এর জানুয়ারিতে W3C কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML3.2 প্রকাশিত হয়। একই বছরের শেষে ডিসেম্বরে W3C HTML এর নতুন সংস্করণ HTML4.2 প্রকাশ করে।

২০১০ সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 জনসম্মুখে পরিচিতি লাভ করে। বর্তমানে এইচটিএমএল ৫ এর অনেক ফিচার নির্মিত হয়েছে। যেকোনো ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েব পেজের জন্য html ফাইল তৈরি করা যায়। HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা, .htm।

আজ এ পর্যন্তই... পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সাথে আপনার পথচলা শুভ হোক।

আমাদের লেখাগুলো ভালো লাগলে ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।