অনেকেই মনে করেন যে কম্পিউটার ছাড়া বোধহয় এইচটিএমএল সম্পাদনা কিংবা রান করা যায় না। কিন্তু এটি একটি ভুল ধারণা। শুধুমাত্র এইচটিএমএল সম্পাদনা নয় বরং ওয়েবসাইট তৈরি করাও সম্ভব শুধুমাত্র মোবাইল দিয়ে। ওয়েবসাইট তৈরির কোর্স খুব শীঘ্রই আসবে। তখন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

এইচটিএমএল কোড সম্পাদনার জন্য মোবাইল এবং কম্পিউটারে আলাদা পদ্ধতি রয়েছে। উভয় পদ্ধতি নিয়েই এই পোস্টে আলোচনা করা হবে। শুরুতেই মোবাইলে কিভাবে এইচটিএমএল লেখা ও সংরক্ষণ করা যায় তা দেখাবো।


মোবাইলে এইচটিএমএল কোড লেখার জন্য মোবাইলের নিজস্ব কোনো অ্যাপ নেই; এর জন্য আলাদা অ্যাপ ব্যাবহার করতে হয়। প্লে-স্টোরে সার্চ করলে অনেক অ্যাপ পাওয়া যায়; আপনি আপনার পছন্দমতো একটি ব্যাবহার করতে পারেন।

কিভাবে এইচটিএমএল সম্পাদক ডাউনলোড করবেন তা পর্যায়ক্রমে দেখানো হলোঃ

প্লে-স্টোরে যাবেন ⟩⟩ HTML CODE EDITOR লিখে সার্চ করবেন ⟩⟩ পছন্দমতো একটি অ্যাপ ইন্সটল করে নিবেন ব্যাস কাজ শেষ।

অথবা, এখানে ক্লিক করুন

ক্লিক করার পরে আপনাকে প্লে-স্টোরে নিয়ে যাবে। এরপর ACODE নামের অ্যাপটি ডাউনলোড করে নিবেন; ব্যাস কাজ শেষ।

এখন আলোচনা করবো কিভাবে কম্পিউটার (ডেক্সটপে) কোড সম্পাদনা করবেন।


কম্পিউটারে কোড সম্পাদনার জন্য কোনো অ্যাপের দরকার হয় না; সংক্রিয়ভাবেই কোড সম্পাদক থাকে। কোড সম্পাদনার জন্য আপনি নোটপ্যাড ব্যাবহার করতে পারেন এবং সেই কোডকে ফাইল আকারে ডেক্সটপে সংরক্ষণ করতে পারবেন এবং রান করাতে পারবেন।

লক্ষনীয়ঃ কোড সংরক্ষণ করার সময় অবশ্যই কোডের নামের শেষে .html বা, .htm এক্সটেনশন যুক্ত করবেন। নতুবা, কোড ঠিকমতো কাজ করবে না অর্থাৎ আপনি এইচটিএমএল এর উপাদানসমূহ ঠিকমতো দেখতে পারবেন না।

উদাহরণস্বরূপঃ first.html অথবা, first.htm

এছাড়াও কোড সম্পাদক হিসেবে আলাদা সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো VISUAL CODE STUDIO নামের সফটওয়্যারটি। আপনি চাইলে কোড সম্পাদক হিসেবে এটিও ব্যাবহার করতে পারেন।

আজ এ পর্যন্তই... পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সাথে আপনার পথচলা শুভ হোক।

আমাদের লেখাগুলো ভালো লাগলে ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।