হ্যালো সবাইকে,
সহজ প্রোগ্রামিং ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। প্রোগ্রামিং শিক্ষা কে সহজ করার লক্ষ্যে এই ওয়েবসাইটের অবতারণা। খেলাচ্ছলে প্রোগ্রামিং শিখতে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই দুনিয়ায়।
আমাদের লক্ষ্যঃ
"বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্থিকভাবে সচ্ছল নয়। আমরা চাই এই মানুষগুলো যেনো হালাল(বৈধ) উপায়ে উপার্জন করে সাবলম্বী হতে পারে।"
- এই লক্ষ্যেই আমরা কাজ করছি।
আপনাদের থেকে কামনাঃ
"আপনাদের থেকে একটাই কামনা এখান থেকে প্রোগ্রামিং শিখে দেশ ও জাতির কল্যাণে ব্যাবহার করবেন। আমাদের স্বপ্ন এই দেশটাকে প্রযুক্তিগতভাবে উন্নত করা।"
[দয়া করে কখনোই নিজের মেধাকে বিপথে ব্যাবহার করবেন না।]
আমাদের লাভ কিংবা ক্ষতিঃ
"কোনো লাভ কিংবা ক্ষতির হিসাব কষে এই ওয়েবসাইট তৈরি করা হয়নি। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে - এই ওয়েবসাইটের কোনো লেখনী লুকায়িত নেই। এখানে সকল লেখাসমূহ সবার জন্য উন্মুক্ত।"
তবে আপনাদের প্রতি অনুরোধ যখন ওয়েবসাইটে ভ্রমণ করবেন তখন প্রতিটি পৃষ্ঠায় প্রদর্শিত বিজ্ঞাপনের অন্তত একটিতে হলেও চাপ দিবেন। এতে করে টুকটাক আয় হবে যা দিয়ে আপনাদের উপকারের জন্যই ভালো মানের লেখা উপহার দিতে ও ওয়েবসাইট উন্নয়নের কাজে ব্যাবহার করবো।
বিনামূল্যে সেবা দেয়ার কারণঃ
"আগেই বলেছি আমাদের দেশের মানুষ আর্থিক দৈণ্যতায় ভোগে। যার দরূণ মেধা থাকা সত্যেও মেধাকে ব্যাবহার করতে পারে না একদল সৃষ্টিশীল মানুষ। হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন না অনেকেই। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রিমিয়াম কনটেন্ট ফ্রিতে দিয়ে দেয়ার চেষ্টা করবো।"
তাছাড়া, আপনাদের যে ভালোবাসা আর প্রার্থনায় থাকবো সেটাই তো অনেক কিছু। কয়জনের কপালেই বা এটা জোটে?
0 মন্তব্যসমূহ
মন্তব্য করতে পারেন এখানে...